ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

চাচা-ভাতিজা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, দু’জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২০ আগস্ট ২০২৩

ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যার দায়ে ৩ জনের জনের মৃত্যুদন্ড এবং ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরার আদালত এ রায় ঘোষণা করেন।  এছাড়া রায়ে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, হানিফ ওরফে হৃদয়, কাইয়ুম মিয়া ও এনামুল হাসান মিয়া। মৃত্যুদন্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে আসামি আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন, পারভেজ মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া,  এম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া ও শহিদুল ইসলাম ওরফে শহীদ মিয়া।

রায়ে অপর আসামি দুলাল মিয়াকে পৃথক ধারায় ১০ বছর ও সাত বছর করে মোট ১৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে। পাশাপাশি দু’ধারায় তাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। অপর আসামি হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়াকে সাত বছরের কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ভোগ করতে হবে। আসামি রিকুল ইসলাম ওরফে রবিন শিকদারকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও এক মাস কারাদন্ড ভোগ করতে হবে। আসামি পাঁচু মিয়াকে তিন বছরের কারাদন্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা  অনাদায়ে তাকে আরও এক মাসের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি